২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা নিবন্ধনের নির্দেশ ইবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করে করোনার টিকা গ্রহণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রদত্ত ওয়েব লিংকে গিয়ে জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে টিকার নিবন্ধন করতে হবে। জাতীয় পরিচয়পত্রধারী যেসব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এখনও টিকার নিবন্ধন করেননি তাদেরও একই সময়ের মধ্যে সরাসরি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা গ্রহণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে নির্দেশনা দেন। ওইদিন সংবাদ সম্মেলন করে ইবি উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম এক ডোজ হলেও শিক্ষার্থীদের শতভাগ টিকা নিশ্চিত করে ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেন।

রায়হান মাহবুব/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।