জবিতে টিকাকেন্দ্র স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা নিশ্চিতে ক্যাম্পাসে টিকাকেন্দ্র স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সই করা আবেদনপত্রের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে এ দাবি জানানো হয়।

আবেদনপত্রে বলা হয়, আগামী ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সব শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের অন্তত এক ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের টিকা প্রদানের লক্ষ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে গত ১৪ সেপ্টেম্বর উপাচার্যের সভা অনুষ্ঠিত হয়।

‘সভায় টিকাকেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি টিকাকেন্দ্র স্থাপন করা হলে অল্প সময়ে অধিক সংখ্যক শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হবে। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি টিকাকেন্দ্র স্থাপন করা প্রয়োজন।’

জবি ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা বিবেচনা করে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মন্ত্রণালয় থেকে এ আবেদন অনুমোদন হলে আমরা শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে প্রক্রিয়া জানাবো।’

রায়হান আহমেদ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।