অক্টোবরে নতুন ট্রেন পাবেন চবি শিক্ষার্থীরা
ফাইল ছবি
আগামী মাসেই নতুন দুইটি শাটল ট্রেন পাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩৩তম সিনেট সভায় এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
উপাচার্য বলেন, গতকালও (শুক্রবার) আমি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে খুললেই একটি নয়, দুইটি শাটল ট্রেন দেবো।
প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাই মাসে শাটল ট্রেনে চড়ে ক্যাম্পাসে আসেন রেলমন্ত্রী। এ সময় এক মতবিনিময় সভায় তিনি ঘোষণা দেন এসি ও ওয়াই-ফাইসহ একটি নতুন ট্রেন দেবেন চবি শিক্ষার্থীদের।
রোকনুজ্জামান/আরএইচ/জেআইএম