ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে নতুন সভাপতি ড. রউফ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৬ নভেম্বর ২০২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দু্র রউফ। উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম আগামী তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দিয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে বুধবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবু কাশেম তালুকদারের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত অধ্যাপক ড. শেখ আব্দু্র রউফকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।