শনিবার থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেডিকেল সেন্টার থেকে করোনার টিকার প্রথম ডোজ নেওয়া শিক্ষার্থীদের আগামী শনিবার (২৭ নভেম্বর) থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন।
তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীদের করোনা দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে। যারা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন। ওইদিন শিক্ষার্থীদের শুধুমাত্র টিকা নিবন্ধনের কপি সঙ্গে নিয়ে আসতে হবে।
এছাড়া যারা জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে দিয়ে টিকা নিয়েছেন তারা পরের দিন রোববার টিকা নিতে পারবেন।
গত ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ওইদিন থেকে এখন পর্যন্ত দুই হাজার ৩৪ জন শিক্ষার্থী টিকা গ্রহণের প্রথম ডোজ সম্পন্ন করেন।
মোয়াজ্জেম আফরান/আরএইচ/এএসএম