অনুমোদনহীন রড ব্যবহারে অনুমতি দিলেন না ইবি ভিসি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২২
ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের অধীন চলমান রয়েছে ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ। প্রায় ৬৮ কোটি টাকা ব্যয়ে ভবনটির কাজ যৌথভাবে করছে মাইশা ও হোসাইন কনস্ট্রাকশন গ্রুপ।

মেগা প্রজেক্টের এ কাজের জন্য পাঁচটি কোম্পানির রড ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু আনা হয়েছে অনুমোদনহীন একটি কোম্পানির রড। বিষয়টি জানতে পেরে ওই রড ব্যবহারে নিষেধাজ্ঞা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (২৪ জানুয়ারি) রাত অনুমোদনহীন ওই রড ক্যাম্পাসে নিয়ে আসে ঠিকাদারি প্রতিষ্ঠান। এনিয়ে ঠিকাদারের সঙ্গে প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী নাসিমুজ্জামান বলেন, ‘তারা যেভাবে রড নিয়ে এসেছে সেভাবে নিয়ে যাবে। এই রড ব্যবহার করা যাবে না।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘অনুমতি ছাড়াই ঠিকাদার প্রতিষ্ঠান কেন অন্য একটি কোম্পানির রড নিয়ে এলো তা আমার জানা নেই। তবে বিষয়টি জানার পরপরই আমি এই রড ফেরত দিতে নির্দেশ দিয়েছি। এ বিষয়ে ওই ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।