বহিরাগত প্রবেশ নিষিদ্ধে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৬ এপ্রিল ২০২২
উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা

বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধসহ আট দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের কাছে এ স্মারকলিপি দেন।

বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা ছাড়াও তাদের অন্য দাবিগুলো ছিল- শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভুক্তভোগীর যাবতীয় চিকিৎসা ব্যয় বহন, ক্যাম্পাসে বহিরাগতের দ্বারা ছাত্রীদের হয়রানি বন্ধ, ইভটিজিং পুরোপুরি নির্মূল, ক্যাম্পাসে অস্ত্রধারী বহিরাগত হামলাকারীদের বিচারের আওতায় আনা, ক্যাম্পাসের অভ্যন্তরে মাদক সরবরাহকারী বহিরাগতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, বেপরোয়া মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ, ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে স্থায়ী সমাধান।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, ক্যাম্পাসটি প্রান্তিক অবস্থানে হওয়ায় বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। যে দাবিগুলো করা হয়েছে তার প্রতিটিই যৌক্তিক। আমরা আলোচনা করে বিষয়গুলো সমাধানের চেষ্টা করবো।

১৩ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন বহিরাগত রকি। এ সময় জিয়া মোড় এলাকায় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হাসিব নামের এক শিক্ষার্থীর শরীরে মোটরসাইকেল লাগিয়ে দেন তিনি। প্রতিবাদ জানালে ওই শিক্ষার্থীকে বহিরাগতরা মারতে থাকেন। এতে তার হাত ভেঙে যায় বলে জানা যায়।

রুমি নোমান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।