ইবির অ্যারাবিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৩ এপ্রিল ২০২২
অ্যাসোসিয়েশনের প্রথম স্বরণিকার মোড়ক উন্মোচন করছেন অতিথিরা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার অ্যারাবিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মাহফুজুর রহমান।

অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. ওবাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহমুদুল হাছানের সঞ্চালনয়ে অনুষ্ঠানে অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব, অধ্যাপক ড. একেএম মফিজুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

সদস্যদের ভোটে অধ্যাপক ড. মো. নূর মোহাম্মদকে সভাপতি ও ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে অ্যাসোসিয়েশনের প্রথম স্বরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।