ঈদের ছুটিতে ইবি, বন্ধ আবাসিক হল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৯ এপ্রিল ২০২২
হল বন্ধ হওয়ায় ক্যাম্পাস ত্যাগ করছেন শিক্ষার্থীরা

প্রায় ছয় মাস পর বাড়ি যাচ্ছি। পরিবারের সঙ্গে উদযাপন করবো। তবে এই সময়টা ক্যাম্পাসের বন্ধুদের ভীষণ মিস করবো। কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বকর।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বন্ধ হয়েছে আবাসিক হল। তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

গতবছর বিশ্ববিদ্যালয় প্রশাসনে উদ্যোগে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিলেও এ বছর নিজ নিজ উদ্যোগেই যাত্রা করছেন শিক্ষার্থীরা। অনেকের মুখে বাড়ি ফেরার উচ্ছ্বাস থাকলেও বন্ধুদের বিদায়ে কমবেশি সবারই মন খারাপ ছিল।

সাইফুন্নাহার লাকি নামের এক শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, ‘ঈদ মানেই আনন্দ। তবে বন্ধুদের জন্য কিছুটা মন খারাপ। সবাই ভালোভাবে ঈদ করে সুস্থভাবে ক্যাম্পাসে ফিরে আসুক এই প্রত্যাশা করি।’

পবিত্র রমজান, মে দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে গত ২১ এপ্রিল থেকে ইবিতে ছুটি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি শেষে ১২ মে সকাল ১০টায় সব আবাসিক হল খুলে দেওয়া হবে।

এদিকে হল বন্ধ থাকলেও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

রুমি নোমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।