ইডেন ছাত্রলীগ সভাপতির অডিও ফাঁস

‘এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ছিঁড়া ফেলমু’

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের আবাসিক হলের কক্ষ থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও ফাঁস হয়েছে।

অডিওতে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতিকে বলতে শোনা যায়, ‘... বেশি চ্যাটাং চ্যাটাং করতেছোস। এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চারমাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস।’

শুক্রবার (১৯ আগস্ট) অডিওটি জাগো নিউজের প্রতিবেদকের হাতে এসেছে। অডিওতে যে কথাগুলো শোনা যাচ্ছে, তা নিজের বলেও স্বীকার করেছেন তামান্না জেসমিন রিভা। ঘটনাটি ঘটেছে ইডেন কলেজের রাজিয়া হলে।

অডিওতে রিভাকে বলতে শোনা যাচ্ছে, ‘তোরা লিগ্যাল তাতে আমার… গেছে। কোন হেডাম দেখাইতে আসিস তোরা। আমার পলিটিক্যাল রুমে তোরা লিগ্যাল থাকবি কি না, সেটা তোদের বিষয়। কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? আর কে লিগ্যাল?’

এসময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ও তো অসুস্থ বাসায় গেছে?’ জবাবে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি বলেন, ‘২০২ (রুম নম্বর)-এ আর লিগ্যাল কে? তোরা লিগ্যাল তাতে আমার কি… গেছে? বল? আমি কি…… তোদের। চ্যাটাং চ্যাটাং করতেছোস। এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চারমাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস।’

এসময় সুমনা মীর নামে এক মেয়েকেও গালমন্দ করতে শোনা যায় ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতিকে। তিনি বলেন, ‘বুঝিস না, পলিটিক্যাল রুমে থাকিস। তোদের লিগ্যাল করাইছে, তাতে আমার …. কি? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামরা দেবে? ক্ষমতা আছে ম্যাডামদের?’

‘ম্যাডামদের ক্ষমতা আছে, আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার? ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই, এ রুম থেকে একটা মেয়েকে বের করার। একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে। আগামী এক ঘণ্টার মধ্যে যে রুমে বলবো, সে রুমে যাবি। আমার সঙ্গে হ্যাডাম দেখাইতে আসে!’

jagonews24

ইডেন কলেজ প্রশাসনকে চ্যালেঞ্জ করে ছাত্রলীগ নেত্রী রিভাকে আরও বলতে শোনা যায়, ‘একটা সিঙ্গেল মেয়ে যদি ওই রুমে এসে কন্ট্রোল করতে চায়, সে হোক নেত্রী, ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যামও কোনো মেয়ে দিতে পারবে না। এটুকু সেন্স থাকা উচিত ছিল। রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের ওপরে আর কেউ নাই।’

অডিও’র বিষয়ে জানতে চাইলে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা জাগো নিউজকে বলেন, ‘মেয়েরা প্রোগ্রামে যায়নি। তাই তাদের একটু বলতে আসছিলাম। তারা প্রোগ্রাম না করায় তাদের রুম থেকে শিফট করার কথা বলছি।’

তিনি বলেন, ‘এখন এ বিষয়টি যদি সাংবাদিকরা নিউজ করে, তাহলে আর কী বলার? হল প্রশাসন তো আর সবাইকে রুম চেঞ্জ করাতে পারবে না। এটা আমার দেখভাল করা রুম। আমি এখানে যেভাবে ভাল হবে, সেভাবে শিফট করাবো। এটা আমার এখতিয়ার।’

এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলে তারা বলেন, ‘কথা বললে সমস্যা হবে।’

তবে তারা স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী বলে জানান। ভুক্তভোগী ছাত্রীরা বলেন, আমরা এখানে লিগ্যাল রুমে থাকি। ছাত্রলীগের প্রোগ্রাম না করায় ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি আমাদের বের হয়ে যেতে বলেন। না গেলে দেখে নেওয়ার হুমকিও দেন।

অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে রাজিয়া হলের প্রাধ্যক্ষ বলেন, ‘আমি রেকর্ডটি শুনিনি। তবে হল থেকে কাউকে বের করতে হলে, তা হল কর্তৃপক্ষই দেখবে। কেউ বের করার কথা বলতে পারে না। এরকম কেউ বলে থাকলে হল কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।’

ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য জাগো নিউজকে বলেন, ‘আমি বিষয়টি জানি না। হলের বিষয়টি হল কর্তৃপক্ষ দেখবে। এখানে অন্য কারও কথা বলার কথা না। তবে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আল-সাদী ভূঁইয়া/এএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।