ইবিতে নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব শিক্ষার্থীর নিরাপত্তা, শতভাগ আবাসিকতা নিশ্চিতকরণ ও গোপনে ছাত্রীর গোসলের ভিডিও ধারণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

jagonews24

মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এসময় উপাচার্য বলেন, ভুক্তোভোগী ওই ছাত্রীকে ইতোমধ্যে হলে আবাসন সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত আসামিকে আটক করা হয়েছে। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো দাবিগুলো বাস্তবায়নের।

মানববন্ধনে জুম্ম ছাত্রকল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা বলেন, ক্যাম্পাসের বাইরে মেস গুলোতে নারী শিক্ষার্থীরা কোনোভাবেই নিরাপদ নয়। তাই প্রশাসনের নিকট আদিবাসী শিক্ষার্থীদের শতভাগ আবাসিকতার দাবি করছি।

jagonews24

সমিতির সহ-সাধারণ সম্পাদক মিলন জ্যোতি চাকমার সঞ্চালনায় সাধারণ সম্পাদক অংসিংমং মারমা, সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি বিনয় লিন্ডা, সাধারণ সম্পাদক স্বপন টপ্প, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সুইট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মুস্তাসিম যুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

রুমি নোমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।