ঢাবির হলের রুমে আগুন, প্রাধ্যক্ষের অস্বীকার


প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জমিস উদ্দিন হলের ৫১৭ রুমে বিদ্যুতের শর্টসাকিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে রুমে থাকা শিক্ষার্থীদের বইপত্র, ল্যাপটপসহ আসবাবপত্র পুড়ে গেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তবে হলের এমন ঘটনার বিষয়ে কিছুই জানেন না হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। ঘটনার পর তাকে অবগত করা হলে তিনি জানেন না বলে জানান।

তিনি বলেন, ‘আমরা জানি না তোমরা (সাংবাদিক) কীভাবে জানো? আগুন কি আমরা নেভাবো, নাকি তোমরা  নেভাবে? আগুন লাগলে আমি ফায়ার সার্ভিসকে খবর দিতাম। আমি হলে রাত ৯টা থেকে এখনো পর্যন্ত আছি। কে তোমাদের এমন তথ্য দেয়? তার পরিচয় দাও।

জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ব্লকে থাকা মেইন সুইচ নষ্ট হওয়ায় বিদ্যুতের সংযোগ বন্ধ করতে সময় লাগে। যাতে রুমে থাকা বইপত্র ও ল্যাপটপসহ আসবাবপত্রের ক্ষতি হয়।

তবে প্রথমে ঘটনার কথা অস্বীকার করলেও কিছুক্ষণ পর আবার মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে হল প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ জাগো নিউজকে বলেন, ‘তোমার দেয়া তথ্য ঠিক। আমাদের একটি রুমে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। আমাদের হাউজ টিউটররা সেখানে গেছেন। আসলে হলের ছাত্ররা আমাদের আগে জানায়নি।’

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।