জবি বিএড ১ম ব্যাচের নবীনবরণ


প্রকাশিত: ০৯:২৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিএড (সম্মান) শ্রেণির ১ম ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বর্তমান সরকার দেশব্যাপী শিক্ষার প্রসার ঘটানোর উপর ব্যাপকভাবে জোর দিচ্ছে। শিক্ষার মান উন্নয়ন করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম চলছে।’

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘নবীন শিক্ষার্থীদের নিজস্ব বিভাগের স্বকীয়তার সঙ্গে পরিচিতি লাভ করতে হবে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) পরিচালক ড. মনিরা জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (আই ই আর, জবি) কার্যকারী পরিষদের সভাপতি ও কোতয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ফজলুর রহমান পর্বত।

এছাড়াও আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মনির হোসেন।

প্রসঙ্গত চলতি শিক্ষাবর্ষ হতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) অধীনে বিএড (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করা হয়।

সুব্রত মণ্ডল/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।