ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এসএম হলের শিক্ষার্থী হাফিজুল মোল্লার মৃত্যুকে হত্যাকাণ্ড অভিযোগ করে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রজোট। বুধবার দুপুর ১টার দিকে তারা কার্যালয় ঘেরাও করে।

উপাচার্য কার্যালয়ের বাইরে যেতে চাইলে আন্দোলনকারীরা তাকে বাধা দেয়। এসময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র ফেডারেশেনের সভাপতি বেনজির আহমেদ, ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী ও প্রিন্স নামের আরো একজন ছাত্র ইউনিয়ন নেতা এসময় উপস্থিত ছিলেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় আগামী ৩ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

এমএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।