বশেমুরবিপ্রবিতে এখনো ফাঁকা ২৫২ আসন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে এখনও প্রায় ২৫২টি আসন ফাঁকা রয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্য মো. মনোয়ার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ইউনিটে ২০৭টি, বি ইউনিটে প্রায় ৩০টি এবং সি ইউনিটে ১৫টির মতো আসন ফাঁকা রয়েছে।’

আরও পড়ুন: ১৪ শতাংশ আসন ফাঁকা রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, এরই মধ্যে এসব আসনের বিপরীতে প্রায় এক হাজার ১০০ শিক্ষার্থীকে রিপোর্টিংয়ের জন্য ডাকা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযয়ী এ ইউনিটে ২০৭টি আসনের বিপরীতে এক হাজার ছয়জনকে, বি ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ৬৯ জনকে এবং সি ইউনিটে ১৫টি আসনের বিপরীতে ৪১ জনকে ডাকা হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে রিপোর্টিংয়ের জন্য বলা হয়েছে।

এদিকে, আসন সংখ্যা পূর্ণ না হলেও ২৩ জানুয়ারি থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিভাগের সভাপতি বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা এমনিতেই সেশনজটে রয়েছি। এর মধ্যে যদি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতেই একবছর চলে যায় তাহলে তো আমাদের পক্ষে সেশনজট কাটিয়ে ওঠা সম্ভব হবে না। একারণে আমরা সর্বসম্মতক্রমেই সিদ্ধান্ত নিয়েছিলাম আসন পূর্ণ হোক বা না হোক জানুয়ারিতেই ক্লাস শুরু করবো।’

আরও পড়ুন: শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ একাডেমিক কার্যক্রম, সেশনজটের আশঙ্কা

তিনি আরও বলেন, গুচ্ছ পদ্ধতিতে বর্তমানে শিক্ষার্থীদের সুবিধার তুলনায় ভোগান্তি বেশি হচ্ছে। আমরা শিক্ষকরাও এই পদ্ধতির দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার কারণে সন্তুষ্ট নই। দ্রুত সময়ের মধ্যে এই প্রক্রিয়ার জটিলতাসমূহ দূর করা জরুরি।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।