শেকৃবির অভিযোগ বক্সে টাকা দান, ছবি ভাইরাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ১১:৪১ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অভিযোগ ও পরামর্শ বক্সে জমা দেওয়া টাকার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে কে বা কারা এ টাকা দান করেছেন, সেটি জানা যায়নি। অভিযোগ ও পরামর্শ বক্সে জমাকৃত টাকার ছবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়েছে। এসব গ্রুপে যুক্ত আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এসব দেখে হতবাক হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকরাও।

বিভিন্ন পেজ ও গ্রুপের পোস্টের কমেন্ট থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের অনুষ্ঠান, আন্তঃলেভেল ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন প্রোগ্রামে টাকা চাইতে গেলে ‘বাজেট নাই’ এবং ব্যয় কমানোর কথা বলে প্রশাসন। এর প্রতিবাদে এমন কাজ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে সুপরিচিত ফেসবুক পেজ ‘শেকৃবিতে এসে সওয়াবের ভারে নুয়ে পড়েছে যারা’ শেয়ার করেছে ছবিটি। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ছবিটা দেখে সবাই এটাকে দানবাক্স মনে করে টাকা দান করছে। বাস্তবতা হলো, এই অভিযোগ বক্সে টাকা দান করাটাই অনেক বড় একটা অভিযোগ। প্রশাসনের কাছে কিছু চাইতে গেলেই বলে বাজেট নাই। ক্লাসরুমের জানালায় পর্দা লাগবে- বাজেট নাই। প্রজেক্টর লাগবে- বাজেট নাই। নবান্ন উৎসব হবে- বাজেট নাই। সেজন্য সবাই মুক্তহস্তে দান করে বাজেট বৃদ্ধিতে প্রভাব রাখছে। আপনারা যারা এখনো বাজেট বৃদ্ধিতে প্রভাব রাখতে পারেননি, তারা দ্রুত গিয়ে মুক্তহস্তে সহায়তা করুন।

‘শেকৃবি পরিবার ১৯৩৮-চলমান’ গ্রুপের একটি পোস্টে এক শিক্ষার্থী মন্তব্য করেছেন, এই টাকা হয়তো ল্যাব ফ্যাসিলিটি বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে। আবার ফ্যাকাল্টির আন্তঃলেভেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের জন্য কর্তৃপক্ষের কাছে যাওয়ার পর উনারা বলেছিলেন ‘বাজেট নাই’। সম্ভবত এজন্যই সবাই টাকা দিচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুন-উর-রশিদ জাগো নিউজকে বলেন, অভিযোগ বক্স অভিযোগ দেওয়ার জন্য। কে বা কারা টাকা দিচ্ছে, কী উদ্দেশ্যে এটা আমরা জানি না। আমরা একটা নির্দিষ্ট সময় পরে অভিযোগ বক্স খুলে অভিযোগ বা অন্য পরামর্শগুলো পর্যবেক্ষণ করি।

তাসনিম আহমেদ তানিম/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।