জবির সাবেক শিক্ষার্থীরা পাবেন গ্রন্থাগার সুবিধা

জবির সাবেক শিক্ষার্থীরা পাবেন গ্রন্থাগার সুবিধা/ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহার করতে পারবে সাবেক শিক্ষার্থীরা। এজন্য তাদের ১ বছর মেয়াদি গ্রন্থাগার কার্ড ইস্যু করতে হবে।

রোববার (১৬ জুন) গ্রন্থাগারিক মো. এনামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাবেক শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগার ব্যবহারের অনুমতি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে সাবেক শিক্ষার্থীরা গ্রন্থাগার কার্ড ইস্যু করে কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহার করতে পারবেন।

কার্ড ইস্যু করার পদ্ধতি: গ্রন্থাগার কার্ড ইস্যু করতে নির্ধারিত আবেদন ফরমে বিভাগীয় চেয়ারম্যানের সুপারিশসহ গ্রন্থাগারিক বরাবর আবেদন করে এক বছর মেয়াদি গ্রন্থাগার কার্ড সংগ্রহ করতে হবে, নিজ বিভাগ থেকে বিবিধ জমার রশিদ সংগ্রহ করে অগ্রণী ব্যাংক লিমিটেডের হিসাব নং-৩৪০২৭৪০৬ এ ২০০ টাকা ফি হিসেবে জমা দিতে হবে, বিভাগীয় চেয়ারম্যানের সুপারিশ করা আবেদনপত্র এবং ব্যাংকে টাকা জমার রশিদ কেন্দ্রীয় গ্রন্থাগারে জমা দিয়ে গ্রন্থাগার কার্ড সংগ্রহ করতে হবে।

গ্রন্থাগারিক মো. এনামুল হক বলেন, সাবেক শিক্ষার্থীরা গবেষণা বা তথ্য সংগ্রহের কাজে উপকৃত হবেন, এজন্যই এই সুবিধা চালু করা হয়েছে।

তৌফিক হোসেন/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।