ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৭ জুন ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ ব্যাংক একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। ফলে ব্যাংকটির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে যে কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান করা সম্ভব হবে।

এই হামলার দায় স্বীকার করেছে ‘প্রিডেটরি স্প্যারো’ নামের একটি হ্যাকিং গ্রুপ, যাদের ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয়। ফার্সি ভাষায় যাদের নাম ‘গোনজেশকে দারানদে’।

তারা দাবি করেছে, এই সাইবার হামলার মাধ্যমে তারা ব্যাংকের গুরুত্বপূর্ণ ডেটা ধ্বংস করে দিয়েছে।

এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সম্প্রতি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার আক্রমণের ঘটনা বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।