ইসলামী বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে ফিরেছেন সেই নির্যাতিতা ছাত্রী, নিরাপত্তায় প্রশাসন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

বাবা ও মামার সঙ্গে ক্যাম্পাসে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্যাতনের শিকার সেই ছাত্রী। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসে পৌঁছান তিনি।

জানতে চাইলে ভুক্তভোগী বলেন, সকালে ক্যাম্পাসে এসেছি। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবো।

এদিকে, ওই ছাত্রীর বক্তব্য শোনার জন্য তাকে ডেকেছে দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসন গঠিত তদন্ত কমিটি।

আরও পড়ুন: ইবিতে নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ছাত্রলীগ নেত্রীর

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ড. শামসুল আলম বলেন, আমাদের হল প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটির তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগীকে ডাকা হয়েছে।

জানা যায়, ক্যাম্পাসে পৌঁছালে সহকারী প্রক্টর জয়শ্রী সেনের নেতৃত্বে একটি মাইক্রোবাসে তাকে ও তার স্বজনদের দুপুর সাড়ে ১২টার দিকে দেশরত্ন শেখ হাসিনা হলে আনা হয়। এসময় হলের প্রধান ফটকে পুলিশি প্রহরা দেখা যায়।

ভুক্তভোগীকে নিরাপত্তা দিতে হাইকোর্টের আদেশ পাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।

আরও পড়ুন: ইবি ছাত্রীকে আটকে রেখে নির্যাতনের ঘটনা উদ্বেগজনক: হাইকোর্ট

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ভুক্তভোগীকে আমরা সাধ্যমতো সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছি। আশা করি, কোনো নিরাপত্তার ঘাটতি থাকবে না।

শেষ খবর পাওয়া পর্যন্ত শেখ হাসিনা হলেই অবস্থান করছেন ওই ছাত্রী ও তার স্বজনরা।

রুমি নোমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।