‘ব্যাচ ডে’ অনুষ্ঠানে মারামারিতে জড়ালেন শিক্ষার্থীরা
‘ব্যাচ ডে’র অনুষ্ঠানে মারামারিতে জড়িয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকলে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে অংশ নেওয়া সাদিয়া আফরিন নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা অনুষ্ঠানের ফ্ল্যাশ মব করছিলাম। আরও কিছু আয়োজন ছিল। কিন্তু হঠাৎ করে রং বিতরণ নিয়ে ঝামেলা শুরু হয়।’
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগপত্র দিয়েছেন একপক্ষের শিক্ষার্থীরা।
অভিযোগপত্রে রানা আহমেদ অভি ও মুশফিকুর রহমান নামের দুই শিক্ষার্থী বিচার চেয়ে উল্লেখ করেন, অনুষ্ঠান চলাকালে তাসিন, আশিকসহ ব্যবস্থাপনা বিভাগ ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টের ৩০-৪০ জন শিক্ষার্থী বাটাম, রান্নার খড়ি, বাঁশ দিয়ে তাদের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালান।
এ বিষয়ে তাসিন রাহিন বলেন, ‘বন্ধুদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছিল অনুষ্ঠানে। কিন্তু কোনো অতর্কিত হামলার ঘটনা ঘটেনি।’
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক এসএম শাহেদ হাসান বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন আপাতত পর্যবেক্ষণে রেখেছি। লাঠি দিয়ে মারার ফলে কয়েকজন ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে।’
সহকারী প্রক্টর মুর্শিদ আলম বলেন, ‘লিখিত অভিযোগের সফট কপি পেয়েছি। প্রক্টর স্যারকে বিষয়টি জানানো হয়েছে। তিনি নির্দেশনা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
রুমি নোমান/এসআর/জেআইএম