জবিতে ‘ওয়ার্কসপ অন টিম বিন্ডিং’ অনুষ্ঠিত


প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৭ মার্চ ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ‘টিম বিল্ডিং ফর সেলফ অ্যাসেসমেন্ট ’ শীর্ষক প্রথম ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের  উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হেকেপ প্রকল্পের ‘সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ইন হায়ার ইডুকেশন (আইকিউএসি)’ আওতায় এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
 
ওয়ার্কসপে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলসের পরিচালক ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন। ওয়ার্কসপে বিভাগীয় শিক্ষকরাও অংশ নেন।

সুব্রত মণ্ডল/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।