অর্ধযুগ পর চাকরি ফিরে পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৩ জুন ২০২৩
ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান

প্রায় অর্ধযুগ পরে চাকরি ফিরে পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চাকরিচ্যুত সহকারী অধ্যাপক আসাদুজ্জামান। গত সোমবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫৯তম সিন্ডিকেট সভার মাধ্যমে তাকে চাকরিতে বহালের সিদ্ধান্ত হয়।

এরপর বুধবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে হাইকোর্টের আদেশ অনুযায়ী তাকে স্বপদে বহালের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে করা পিটিশনের আলোকে আসাদুজ্জামানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, হাইকোর্ট তার পক্ষে রায় দিয়েছেন এবং উচ্চ আদালতের নির্দেশেই তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহারসহ এক নারী শিক্ষার্থীর তোলা যৌন হয়রানির অভিযোগে ২০১৭ সালের ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেটে আসাদুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়।

চাকরিচ্যুত হওয়ার পর হাইকোর্টে আপিল করেন ওই শিক্ষক। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ৩১ জানুয়ারি হাইকোর্ট তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। গত ২৯ মে অনুষ্ঠিত ২৫৯তম সিন্ডিকেট সভায় তাকে চাকরিতে পুনর্বহালের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে আসাদুজ্জামান বলেন, আমি সসম্মানে আমরা চাকরি ফিরে পেয়েছি। হাইকোর্ট আমার আমার প্রতি সুবিচার করেছেন। আমি চাকরিতে যোগদান করেছি।

রুমি নোমান/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।