কারামুক্ত হয়েই সেমিস্টার পরীক্ষা দিলেন খাদিজা

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৩ পিএম, ২০ নভেম্বর ২০২৩

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্তি পেয়েই সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা৷ সোমবার (২০ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সরাসরি ক্যাম্পাসে আসেন খাদিজা৷

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আলম সওদাগর বলেন, খাদিজার একাডেমিক কার্যক্রমে আপাতত কোনো সমস্যা নেই। খাদিজা দ্বিতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আজ অংশ নিয়েছে৷ যেহেতু খাদিজা জামিন পেয়েছে তাই আপাতত তার একাডেমিক পড়াশোনায় আর কোন সমস্যা নেই৷ সে স্বাভাবিকভাবেই ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবে। তার একবছর নষ্ট হয়েছে। যেহেতু সে পুনঃভর্তি হয়েছে তাই ঠিকমতো পড়াশোনা চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন: ১৫ মাস পর কারামুক্ত হলেন খাদিজা

এর আগে সকাল ৯টায় কারাগার থেকে মুক্তি পান খাদিজা৷ তার বড় বোন সিরাজুম মনিরা তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন৷ বেলা ১১টার কিছুক্ষণ পর নিজ বিভাগে পরীক্ষায় বসে খাদিজা৷ যা শেষ হয় বেলা ১টায়৷ পরীক্ষা শেষে মিরপুরে নিজেদের বাসায় যাওয়ার কথা রয়েছে তাদের।

খাদিজার বড় বোন সিরাজুম মনিরা বলেন, সকাল বেলায় কারা কর্তৃপক্ষ আমাদের ফোন দিয়ে বলেন আমরা গেলেই খাদিজাকে ছেড়ে দেওয়া হবে। সকাল ৯টায় ছাড়া হয় খাদিজাকে। এরপর খাদিজা পরীক্ষা দেন৷ সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে।

জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।