হাবিপ্রবি ক্যাম্পাস র্যাগিং-মাদকমুক্ত ঘোষণা করলেন ভিসি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র্যাগিং ও মাদকবিরোধী র্যালি অনুষ্টিত হয়েছে। এসময় ক্যাম্পাসকে র্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে আবারও প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. এনামউল্যা বলেন, র্যাগিং নামের অপসংস্কৃতি দেশের শিক্ষাঙ্গনে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। যা সত্যি বেদনাদায়ক। অথচ বিশ্ববিদ্যালয় হলো মুক্ত জ্ঞানচর্চার জায়গা। যেখানে একজন নবীন শিক্ষার্থী শুরুতেই র্যাগিংয়ের নামে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, যা আমাদের কাম্য নয়। আমরা সবাই মিলে এ বিশ্ববিদ্যালয় থেকে র্যাগিং ও মাদককে কঠোর হস্তে দমন করবো।
এসময় ক্যাম্পাসকে র্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা করে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান উপাচার্য।
এমদাদুল হক মিলন/এসআর/এমএস