মেহেরপুরে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:২২ পিএম, ৩০ অক্টোবর ২০২২

মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর মাঠ থেকে জগত আলী (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ অক্টোবর) সকালে ভুট্টার জমিতে কাজ করার সময় তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে সন্দেহ থাকায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

নিহত জগত আলী আমতৈল গ্রামের মৃত কবেদ আলীর ছেলে।

নিহতের স্ত্রী হালিমা খাতুন বলেন, সকালে ফজরের নামাজের পর তিনি বাড়ি থেকে মাঠের উদ্দেশ্যে বের হন। পরে বেলা ১১টার দিকে খবর পাই তার মরদেহ পড়ে আছে। জমিজমা নিয়ে শরিকদের সঙ্গে দ্বন্দ্ব আছে। আমার মনে হয় দ্বন্দ্বের জেরে তারা হত্যা করতে পারে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জগত আলীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি হার্টের রোগী ছিলেন। হার্ট অ্যাটাক তিনি মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এ বিষয়ে তদন্ত করলেই আরও স্পষ্ট হবে।

আসিফ ইকবাল/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।