কৃষকের ৮ শতাধিক আমগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গভীর রাতে সেলিম রেজা (২৯) নামে এক কৃষকের ৮ শতাধিক আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পরে শনিবার সকালে শিবগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক। তবে অভিযোগে কারও নাম উল্লেখ করেননি তিনি।

জানা যায়, গত দুই বছর আগে এনজিও থেকে নেওয়া ঋণের টাকায় ৯ বিঘা জমি লিজ নিয়ে কাটিমন, বারি-৪ ও আম্রপালিসহ বিভিন্ন জাতের ১৭০০ আমগাছ লাগিয়েছিলেন রানিহাটি ইউনিয়নের কৃষক সেলিম রেজা। গাছগুলোতে মুকুলও এসেছিল। কিন্তু গভীর রাতে ৮ শতাধিক গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

সেলিম রেজা বলেন, অনেক কষ্টে ঋণ নিয়ে এ আম বাগান তৈরি করেছি। আমার আশা পূরণ হলো না। কে বা কারা গাছগুলো গভীর রাতে কেটে ফেলেছে। আমি এই অপকর্মের বিচার চাই। এখন পর্যন্ত প্রায় ৮-১০ লাখ টাকা ঋণ হয়েছে এই আম বাগানের জন্য। এসব টাকা আমি কীভাবে দিব?

কৃষক, আম, কৃষি সংবাদ, মামলা, চাঁপাইনবাবগঞ্জকৃষকের ৮ শতাধিক আমগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

স্থানীয় বাসিন্দা আলি হাসান বলেন, গাছগুলো কেটে ফেলায় এখন কীভাবে কী করবে বুঝে উঠতে পারছেনা সেলিম। যে এসব গাছ কেটেছে তার শাস্তি হওয়া দরকার।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মফিজ উদ্দিন বলেন, ঘটনাটি রাতের অন্ধকারে হওয়ায় সুনির্দিষ্ট করে কাউকে অভিযুক্ত করা যাচ্ছে না। থানায় অভিযোগ হয়েছে অপরাধীকে খুঁজে বের করা হবে।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।