ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ, ফ্লোরে রক্তমাখা ছুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৫:২৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
নিহত মো. সোহেল রানা/ ছবি- সংগৃহীত

খুলনায় মো. সোহেল রানা (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের কপাল, হাত ও পায়ে ছুরি দিয়ে কাটা ছিল। এছাড়া তার হাত ও পায়ের রগ কাটা ছিল বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) খুলনার মৌলভীর দরগার এক বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা বরিশালের আশরাফ শেখের সন্তান।

নিহতের স্ত্রী শারমিন জানান, দুপুর থেকে বার বার সোহেলের মুঠোফোনে কল করে না পেয়ে মৌলভীর দরগা রোডের বাসায় যান আত্মীয়স্বজনরা। দরজা না খুললে এক পর্যায়ে দরজা ভেঙে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে সোহেলকে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানায়, ভিকটিমের কপাল, হাত ও পায়ে ছুরি দিয়ে কাটার চিহ্ন রয়েছে। বাসার রান্নাঘর, ডাইনিং রুম এবং যেখানে মরদেহ ছিল সেখানে রক্ত পাওয়া যায়। ঘরের ফ্লোরে ও রান্নাঘরে রক্তমাখা দুটি ছুরি পাওয়া যায়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো. আরিফুর রহমান/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।