ঘেরে মাছ ধরতে গিয়ে ১৫ দিন ধরে নিখোঁজ যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:২৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
নিখোঁজ যুবক ইসরাইল গাজী/ ছবি- সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন ইসরাইল গাজী (৪২) নামের এক যুবক। ঘেরে মাছ ধরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ যুবকের মা হামিদা খাতুন। নিখোঁজ ইসরাইল গাজী উপজেলার নলতা ইউনিয়নের বিলকাজলা গ্রামের এবাদুল গাজীর ছেলে।

রোববার (৯ ফেব্রুয়ারি) হামিদা খাতুন জানান, গত ২৪ জানুয়ারি বিকেলে বাড়ির পার্শ্ববর্তী দেবহাটার খলিসাখালী এলাকায় কেনা ঘেরে মাছ ধরার উদ্দেশ্যে বের হন ইসরাইল। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় জিডি করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দেবহাটা এলাকায় মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার কারণে জিডি নেয়নি কালিগঞ্জ থানা কর্তৃপক্ষ। পরে গত ৭ ফেব্রুয়ারি দেবহাটা থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি করা হয়।

তিনি আরও জানান, ইসরাইল গাজী বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘ ১৫ দিন তার সন্ধান না পেয়ে সন্তানসহ পরিবারের সবাই চরম দুঃশ্চিন্তার মধ্যে দিন পার করছে। ছেলের সন্ধান পেতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানান তিনি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলি বলেন, ইসরাইল গাজীর সন্ধান পেতে কার্যক্রম শুরু করেছি। মোবাইল কললিস্ট পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

আহসানুর রহমান রাজীব/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।