অপারেশন ডেভিল হান্ট, সিলেটে আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সিলেটে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ও নগরীর বাগবাড়ি এলাকার বিমল কান্তি দাসের ছেলে অয়ন দাস (২৭), ৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও শাহপরাণ বহর আবাসিক এলাকার মৃত জামিল আহমদের ছেলে জাহেদ আহমদ (৩৪) এবং দক্ষিণসুরমা উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও লালারচক এলাকার বাসিন্দা আব্দুল খালিকের ছেলে আব্দুল জলিল তালুকদার।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আহমেদ জামিল/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।