মাকে গাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দিলো ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

নিজের মাকে গাছের সঙ্গে বেঁধে বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে ছেলে মো. আল-আমিন। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আল-আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে পরকীয়া ও মাদকাসক্তির কারণে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন আল-আমিন। এরমধ্যে প্রথম স্ত্রী ও পরে তার দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যান। এ ঘটনায় আল-আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকেন।

রোববার সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার বাবাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকেন। বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ আল-আমিনের বাড়ি গেলে তিনি পালিয়ে যান।

এরপর পুলিশ চলে যাওয়ার পর আল-আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে বাইরে বের করে সুপারি গাছের সঙ্গে বেঁধে পেট্রোল দিয়ে বসতঘরটি আগুনে পুড়িয়ে দেয়। এরপর খবর পেয়ে পুলিশ আবারো ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আল-আমিনকে আটক করে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় রাতেই তার বাবা জয়নাল কাজী মামলা করেছেন। আজ সকালে আল-আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।