মেহেরপুরে তিন ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

মেহেরপুরের গাংনীতে তিন ইটভাটাকে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত উপজেলার তিনটি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণার পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সেই সঙ্গে অবৈধভাবে গড়ে ওঠা এসএইচবিসি ইটভাটার মালিক ইকরামুল হককে দুই লাখ টাকা, ফোর স্টার ব্রিকসে শ্রমিক হিসেবে কাজ করার অপরাধে ইট শ্রমিক ইকলাছুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বলাকা ব্রিকসের মালিক মিলন হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে একলাছুর রহমান জরিমানা দিয়ে মুক্ত হন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। এসময় মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফ্ফর খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস