সাবেক এমপি চয়ন ও তার স্ত্রী কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫
সাবেক এমপি চয়ন ইসলাম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চয়ন ইসলাম শাহজাদপুরের চরনবীপুর গ্রামের অধ্যাপক মাজাহারুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর চৌকি আদালতের পরিদর্শক আশরাফ আলী জাগো নিউজকে জানান, মারামারি ও বিস্ফোরক আইনের দুটি মামলায় তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বছরের ১৮ ও ১৯ ডিসেম্বর উপজেলার আব্দুল গফুরের ছেলে আব্দুল হামিদ ও লাল প্রামাণিকের ছেলে বাদশা মিয়া বাদী হয়ে মামলা দুটি করেছিলেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, মামলায় জোসনা খানমের নাম না থাকলেও সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এরআগে রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে আত্মগোপনে থাকা চয়ন ইসলাম ও তার স্ত্রী জোসনা খানমকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপিরবাড়ি গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ। এরপর সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে তাদের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।

১৯৯৬ সালের নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে প্রথমবারের মতো এমপি হন চয়ন ইসলাম। এরপর কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন। দুই দশকেরও বেশি সময় তিনি এই পদে রয়েছেন। ২০০৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন চয়ন ইসলাম।

চয়ন ইসলামের বাবা মাজহারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এম এ মালেক/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।