কুড়িগ্রাম
বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, নামানো হবে সেই সিসি ক্যামেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তের শূন্যরেখায় সিসি ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী সীমান্তের আলমগীর হোসেনের বাড়ির উঠানে প্রায় দেড়ঘণ্টা ধরে চলে এ বৈঠক।
বৈঠকে বিএসএফের ১৬২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনোজ এবং বিজিবির পক্ষে ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান নেতৃত্ব দেন।
কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান বলেন, বৈঠকে জোড়া মসজিদ ও সিসিটিভি ক্যামেরার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমারের বরাত দিয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, শূন্যরেখায় নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল বলে জানিয়েছে বিএসএফ। এসময় আমাদের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানিয়ে সিসি ক্যামেরা খুলে ফেলার আহ্বান জানাই। বিজিবির জোরালো অবস্থানের কারণে সিসি ক্যামেরাটি খুলে ফেলার বিষয় আমাদের আশ্বস্ত করে বিএসএফ।
আরও পড়ুন:
পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্যরেখায় নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ উভয় দেশের স্বার্থ সংশিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয় বলে জানা গেছে।
এরআগে রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাঁশজানী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর পিলারের শূন্যরেখায় ইউক্যালিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করেন বিএসএফের ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা।
এসআর/এমএস