ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে আন্দোলনে নামবে বিএনপি: হাবিব

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, নির্বাচন নিয়ে একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এই ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দেবে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া না হলে আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি বলন, বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র হোন না কেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি; তাহলে আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পাবনার ঈশ্বরদী পুরাতন বাস টার্মিনালে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির রায় থেকে খালাসপ্রাপ্ত বিএনপি নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন হাবিবুর রহমান হাবিব।
এসময় তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে আজ আওয়ামী লীগ মাইনাস হয়েছে। এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যারাই ষড়যন্ত্র করবে তারাই মাইনাস হয়ে যাবে।
ফাঁসির দণ্ডাদেশ থেকে মুক্ত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন, ১৯৯০ সাল থেকে গ্রুপিংয়ের রাজনীতি চলছিল। কিন্তু আজ সব ষড়যন্ত্র ও দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি। আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক। যত সমস্যাই হোক না কেন, আমরা ঐক্যবদ্ধ।
মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। ট্রেনটি পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় ট্রেনবহর লক্ষ্য করে গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় নিম্ন আদালত ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেন। এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জন ছাড়া বাকি সবাই প্রায় দুই মাস আগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান।
৫ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ৯ জনসহ ৪৭ জনের খালাসের রায় ঘোষণা করেন।
শেখ মহসীন/এসআর/এএসএম