কাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাই আন্দোলনে অগ্রভাগে থাকা নুরুজ্জামান কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলাটি করেন।

কাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২ এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে রাজপথে থাকায় পরিকল্পিতভাবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফি তার মামলায় উল্লেখ করেন।

 

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান, কাফির ঘর পোড়ানোর বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

কাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

এর আগে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন তার বাবা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগে ওই ঘরে থাকা পরিবারের ছয়সদস্য দরজা ভেঙে অক্ষত অবস্থায় বের হতে পেড়েছে। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।