আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফরিদপুরে খাটিয়া মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ফরিদপুরে খাটিয়া মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে মরদেহ বহনকারী খাটিয়া নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ফরিদপুরে খাটিয়া মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মিছিলটি মুজিব সড়ক হয়ে আলীপুর ইমাম উদ্দিন স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ ছাত্র সমন্বয়ক সোহেল রানা, তামান্না বিনতে তাফসির ও সাইফ খান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগ থাকলে এদেশে শান্তি ফিরে আসবে না। যতদ্রুত সম্ভব ফ্যাসিবাদ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, তাদের বিচার করা হবে, ততদ্রুত এদেশে শান্তি ফিরে আসবে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।