ছাত্রশিবির শিক্ষার্থীদের মূল্যবোধ বিকাশে কাজ করেছে, করবে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে দেশপ্রেম, নৈতিকতা ও দক্ষতার ভিত্তিতে আদর্শ নাগরিক গঠনে কাজ করে যাচ্ছে। গত ৪৮ বছরে এমন মানুষ তৈরি করেছে, যারা তাদের কথা ও কর্মে দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা সবসময় শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ বিকাশে কাজ করেছি এবং ভবিষ্যতেও করবো।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ছাত্রশিবিরের অবদান ও প্রত্যাশা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির কখনোই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেনি। বরং এদেশের অগ্রগতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গিয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা সত্যিকারের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠুক এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখুক।
এসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক শফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ, সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম