আওয়ামী লীগকে ধ্বংস করে গেছেন শেখ হাসিনা: মামুনুল হক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ৫৩ বছর বাংলাদেশের আমল, ২৪ বছর পাকিস্তানের আমল, ৭৭ বছরের সব বঞ্চনার এবার কবর রচনা করতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়ায় হাই স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, এ দেশ থেকে ভারতীয় আধিপত্যবাদকে শিকড়সহ উপড়ে ফেলতে হবে। আমরা বৈষম্যহীন ইনসাফ পূর্ণ একটা রাষ্ট্র ও সমাজ গঠন করতে চাই। ইসলামী ঐক্যের মাধ্যমে বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের দিকে অগ্রসর হয়ে যাবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয় ৭২ সালের সংবিধানের মাধ্যমে। এভাবেই ৭১ এর চেতনার নামে বিগত ৫০ বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী বাকশালি শক্তি ৭২ এর চেতনা গেলাবার চেষ্টা করেছে। ২০২৪ সালে যেই ঐতিহাসিক বিজয় আমরা অর্জন করেছি, সেই বিজয়কে কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে হবে। বৈষম্যের কবর রচনা করতে হবে। সব জুলুম ও শোষণকে শেকড়সহ উপড়ে ফেলতে হবে।

তিনি আরও বলেন, ভারতে পালিয়ে যাওয়ার আগের দিনেও বললেন, শেখ হাসিনা পালায় না। এই কথা বলে তিনি তার নেতাকর্মীদের জনগণের মুখোমুখি ঠেলে দিয়েছেন। তারপর পালিয়ে গেছেন। পালিয়ে গিয়ে নিজে এবং নিজের পরিবারের আখের গুছিয়েছেন। ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছেন।

মামুনুল হক বলেন, আওয়ামী লীগের নেতারা বেগম জিয়া ও ড. ইউনূসকে দায়ী করবেন না। ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আবার যারা রাজনীতি করতে চান, তাদের মতো কুপোকাণ্ডক আর কেউ হতে পারে না।

এসময় মামুনুল হক বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার দাবি জানান।

খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামাল উদ্দীন।

আল-মামুন সাগর/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।