গোবিন্দগঞ্জে চেয়ারম্যান পদে লড়ছেন ৪০ জন


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২১ মে ২০১৬

২৮ মে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীরা নাওয়া-খাওয়া ছেড়ে দিন-রাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। চায়ের দোকানগুলোতে নির্বাচনের বিষয়টি এখন আলোচনার প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। প্রার্থীরাও পাড়া-মহল্লার দোকান ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

অন্যদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন ওই সব এলাকার ভোটার ও প্রার্থীরা।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. ফেরদৌস আলম জানান, আচারণবিধি নিয়ন্ত্রণসহ সুষ্ঠু নির্বাচনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭৪ জন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার ৮৮১ জন ও নারী ৯৮ হাজার ৯৩ জন।

অমিত দাশ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।