কাফির বিপ্লবী সরকারের ডাক প্রত্যাহার, সিআইডির তদন্ত শুরু
সম্প্রতি গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) তিনি নিজেই বিষয়টি সাংবাদিকদের অবগত করেছেন।
তিনি বলেন, আমার দেওয়া ৭ দিনের আলটিমেটামের সময়সীমা শেষ হলেও ঘটনার কোনো সমাধান হয়নি। এর ফলে সিআইডিতে মামলাটি ট্রান্সফার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তাই আমি এ সিদ্ধান্তের বিষয়ে আরও সময় নিয়েছি।
এছাড়াও তিনি বলেন, আর মাত্র দুদিন পর ২১ ফেব্রুয়ারি। এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ সবার কাছে, তাই আমি আপাতত সময় নেব। তবে আমি রোববার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে নতুন সিদ্ধান্ত জানাবো।
১২ ফেব্রুয়ারি রাত ২টার পর দুর্বৃত্তরা কাফির গ্রামের বাড়িতে আগুন দেয়। এতে পুরো বাড়ি পুড়ে যায়। কাফি ঘটনাটি সরকারের কাছে দ্রুত সমাধান চেয়ে সাত দিনের আলটিমেটাম দেন। যদি সে সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার না করা হয় এবং বাড়ি পুনঃনির্মাণ না করা হয়, তাহলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন তিনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, যা পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডি তদন্ত শুরু করেছে এবং আপাতত তা চলছে।
আসাদুজ্জামান মিরাজ/এফএ/এএসএম