জামায়াতের নায়েবে আমির

শেখ হাসিনা জুলুমবাজ সরকার হিসেবে ছিলেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

গত ১৫ বছর শেখ হাসিনা জুলুমবাজ সরকার হিসেবে দেশ পরিচালনা করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ.জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নারী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের নায়েবে আমির বলেন, বিগত ১৫ বছর শেখ হাসিনা একটি জুলুমবাজ সরকার হিসেবে দেশ পরিচালনা করে এসেছেন। তার নেতাকর্মীদের অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে। এ সময়ে মা হারিয়েছে তার সন্তানকে, বোন হারিয়েছে ভাইকে আর স্ত্রী হারিয়েছে স্বামীকে। আল্লাহর অশেষ রহমতে এই জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চৌদ্দগ্রামকে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আগামী নির্বাচনে এই আসন থেকে যেন জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করতে পারে সে জন্য আপনারা জামায়াতে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নারী বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজনৈতিক ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, জেলা জামায়াতের আমির এড. মু. শাহজাহান, মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারি শাহিনা আক্তার, অঞ্চল সহকারী ফেরদৌসি সুলতানা ও শাহিন আক্তার প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।