পাখি শিকারির বিষ খেয়ে মারা গেলো খামারির ৫০০ হাঁস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের বিষটোপ খেয়ে এক খামারির ৫০০ হাঁস মারা গেছে। ক্ষতিগ্রস্ত খামারির নাম সুজন মিয়া। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে একই গ্রামের আহম্মদ মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজন মিয়া।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, খামারের হাঁসগুলো প্রতিদিন সকালে টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে ছেড়ে দেন সুজন মিয়া। বিকেলে নিয়ে আসেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মন্দিয়াতা গ্রামের পাখি শিকারি আহম্মদ মিয়া, নেহার মিয়া ও জনি মিয়া টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে বিষমিশ্রিত ধান ছিটিয়ে রাখেন। দুপুরে সুজন মিয়ার খামারের প্রায় ৫০০ হাঁস এ বিষমিশ্রিত ধান খেয়ে মারা যায়।

পাখি শিকারির বিষ খেয়ে মারা গেলো খামারির ৫০০ হাঁস

খামার মালিক সুজন মিয়া বলেন, ধানের সঙ্গে শিকারিদের দেওয়া বিষ খেয়ে আমার প্রায় ৫০০ হাঁস মারা গেছে। হাঁসগুলোর বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লিপসন আহমেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।