বোদায় অগিকাণ্ডে ৭০ ঘর পুড়ে গেছে


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২২ মে ২০১৬

পঞ্চগড়ের বোদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ পরিবারের ৭০ ঘর পুড়ে গেছে। রোববার সকালে উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের পামের ডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শী স্থানীরা জানায়, সকাল সাড়ে ১০টা নাগাদ পামের পাড়া গ্রামের সফিকুল মুন্সির বাড়ি থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের শুরু হয়। এতে পুড়ে যায় ওই গ্রামের ১৬ পরিবারের প্রায় ৭০টি ঘর। এসময় পুড়ে গেছে আসবাবপত্র, ধান-চাল, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অর্ধকোটি টাকার মালামাল। তবে দমকল বাহিনীর দাবি আগুনে ক্ষতির পরিমাণ ১২ থেকে ১৫ লাখ টাকা।

Panchagarh

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। বেংহারি বনগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের নগদ টাকার সহায়তা করেন।

ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলাম জানান, আগুনে আমার নগদ ৭০ হাজার টাকা পুড়ে গেছে। এছাড়াও বাড়ি-ঘরের কোনো কিছুই রক্ষা করতে পারিনি। আগুনে ১৬ পরিবারের প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

পঞ্চগড় দমকল বাহিনীর ওয়ার হাউস ইন্সপেক্টর আব্দুল মালেক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিকের মাধ্যমে আগুনের শুরু হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এতে সব মিলিয়ে ১২ থেকে ১৫ লাখ টাকা ক্ষতি হতে পারে।

সফিকুল আলম/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।