মাদক কারবার ছেড়ে বিজিবির উপহার পেলেন প্রতিবন্ধী খোকন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:৫৮ এএম, ০২ মার্চ ২০২৫

মেহেরপুরে মাদক পাচারের অন্ধকার জগৎ থেকে ফিরে আসায় খোকন নামে এক প্রতিবন্ধীকে পুনর্বাসন করেছে বিজিবি। বিজিবি ৪৭ ব্যাটালিয়নের বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তাকে একটি দোকান উপহার দেওয়া হয়েছে।

শনিবার (১ মার্চ) বিজিবি ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ আনুষ্ঠানিকভাবে দোকান হস্তান্তর করেন। খোকন জেলার গাংনীর কাজিপুর গ্রামের খন্দকার পাড়ার খন্দকার হিয়ার আলীর ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ জানান, খোকন এক সময় কসাইয়ের কাজ করতেন। কয়েক বছর আগে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। আর্থিক অনটনের তিনি মাদক পাচারে জড়িয়ে পড়েন। পরে বিজিবির হাতে গ্রেফতার হন। অসহায় পরিবারের কথা ভেবে স্থানীয়রা বিজিবির কাছে স্বাভাবিক জীবনে ফেরার মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন খোকন।

তিনি আরও জানান, মানবিক বিবেচনায় বিজিবি খোকনকে পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাস দেয়। সে অনুযায়ি শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে দোকান হস্তান্তর করা হয়। যারা অন্ধকার জগত থেকে আলোর পথে ফিরবেন তাদের জন্য বিজিবি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান এই অধিনায়ক।

দোকান হস্তান্তরকালে কাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হুসাইন, ইউপি সদস্য শাহিনসহ গণমাধ্যমকর্মী ও এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।