শ্রীমঙ্গলে পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৩ মার্চ ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) সকালে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন বিশাল (১৭) ও হৃদয় (২৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে পিকআপে করে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সম্রাট কিশোর পোদ্দার জানান, সকালে দুর্ঘটনায় আহত ১০ জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ছয়জন সদরে চিকিৎসাধীন। তবে হাসপাতালে আসার পথে দুজন মারা গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপপি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

ওমর ফারুক নাঈম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।