চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক ২


প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৩ মে ২০১৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা এলাকায় ২০২৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সদর উপজেলার দিয়াড় ধানইনগর গ্রামের মৃত আহম্মেদ আলী মন্ডলের ছেলে মো. বাদল মন্ডল (৪৫) ও একই উপজেলার দক্ষিণচরী মির্জাপুর গ্রামের মৃত আলহাজ্ব সুলতান মন্ডলের ছেলে বজলুর রহমান (৫২)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সোমবার ভোর সোয়া ৩টার দিকে সদর উপজেলার গোবরাতলা এলাকায় একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ২০২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাদল ও বজলুরকে আটক করা হয় এবং তাদের কারটিও জব্দ করা হয়।  

আব্দুল্লাহ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।