চাঁদা না পেয়ে গৃহবধূর ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৭ মার্চ ২০২৫

ফরিদপুরের সদরপুরে চাঁদা না পেয়ে আক্তারী বেগম নামের এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আক্তারী বেগম ওই গ্রামের কাঞ্চন বেপারীর স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ তার নিজ জমিতে মাটি ভরাট করতে গেলে স্থানীয় আয়নাল বেপারী নামের এক ব্যক্তি তার কাজে বাধা দেন এবং মোটা অংকের চাঁদা দাবি করেন। পরে চাঁদা না পেয়ে আয়নাল বেপারীর নেতৃত্বে একদল লোক গৃহবধূর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আক্তারী বেগম জানান, শুক্রবার সকালে তিনি জমিতে মাটি ভরাটের কাজ করছিলেন। এসময় আয়নাল বেপারী ও তার সঙ্গীরা চাঁদার টাকা দাবি করে তার কাজে বাধা দেন। আক্তারী টাকা না দেওয়ায় আয়নালের নেতৃত্বে একদল লোক তাকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে মারধর করে। এতে তিনি হাত-পায়ে মারাত্মক জখম হন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমন রায় বলেন, আক্তারী বেগমের মুখে ও শরীরের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাকে প্রয়োজনীয় ফার্স্ট এইড ও ওষুধ প্রদান করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে আয়নাল বেপারীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, আহতের স্বামীর দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।