খামারে একে একে মারা গেলো ৮ গরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৮ মার্চ ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নে এক কৃষকের খামারে বিষক্রিয়ায় ৮টি ষাঁড় গরু মারা গেছে। শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে পশ্চিম রামনগর এলাকার মো. সুলেমান মিয়ার ফার্মে গরুগুলো মারা যায়। খামারের মালিকের ধারণা গোখাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ায় কারণে এমন ঘটনা ঘটেছে।

খামারের মালিক সুলেমান মিয়া (৩৮) জানান, বৃহস্পতিবার ভোর থেকে খামারের গবাদিপশু গুলো অসুস্থ হয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠেই ২টি গরু মৃত দেখতে পাই, এরপর পর্যায়ক্রমে রাত ১১টা পর্যন্ত খামারের মোট ৮টি গরু অসুস্থ হয়ে মারা যায়।

সুলেমানের বাবা মো. মাসুক মিয়া জানান, আমাদের পরিবারের সঙ্গে একই এলাকার সবজি ব্যবসায়ী রমজান মিয়ার ছাগলের খোয়াড় নিয়ে বিরোধ চলছিল। গত ৪ মার্চ (সোমবার) রমজান মিয়া বাড়িতে এসে প্রকাশ্যে আমাদের জানমালের ক্ষতি করার হুমকি দেয়। কিন্তু আমরা ভাবতেও পারিনি কেউ এভাবে নিরীহ গবাদিপশুগুলোর ক্ষতি করতে পারে। আমাদের খামারে ছোট-বড় মিলিয়ে মোট ২২টি গরু ছিল।

তিনি বলেন, উপজেলা পশু কর্মকর্তা এবং থানায় বিষয়টি অবহিত করেছি। ঘটনা শুনে উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাবিনা ইয়াসমিন জানান, গবাদিপশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনার খবর পেয়ে দ্রুত ফিল্ড অফিসার (এলএফএ) মোজাহিদুল ইসলামকে ওই কৃষকের খামারে পাঠাই। ওই কৃষক থানায় মামলা করলে এর ভিত্তিতে আমরা ব্লাড স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করলে নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর প্রকৃত কারণ কী।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রমজান মিয়া ও মনির মিয়া নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গবাদিপশুর মৃত্যুর ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করছি, তবে ডাক্তারের রিপোর্ট ছাড়া পশুগুলো কীভাবে মারা গেছে বলা সম্ভব নয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে বিষয়টি আলাপ করেছি। প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের একটি মিটিং আছে। ওই মিটিংয়ে আলাপ হবে কীভাকে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানো যায়।

ওমর ফারুক নাঈম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।