কুমিল্লায় অস্ত্রসহ দুজন গ্রেফতার
কুমিল্লার তিতাসে যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার জিয়ারকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন জিয়ারকান্দি গ্রামের শফিক মুন্সির ছেলে রায়হান (১৯) এবং একই গ্রামের মৃত আব্দুস আমাদের ছেলে আনু মিয়া (৬০)।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রধারী রায়হান ও আনু মিয়াকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান, ১২ রাউন্ড কার্তুজ, চারটি চাপাতি, একটি রামদা, একটি পুলিশের ব্যবহৃত লাঠি, তিনটি পাইপ, দুটি হ্যান্ড চেইন, চারটি চাইনিজ কুড়াল, দুটি ছুরি, একটি কেঁচি, একটি চেইন ও দুই পিস বিয়ার ক্যান জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। রোববার (৯ মার্চ) সকালে আদালতের মাধ্যমে দুজনকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এএসএম