কাপড়ের রং মিশিয়ে বিস্কুট তৈরি, বেকারি মালিকসহ ৩ জন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৮ মার্চ ২০২৫

বরগুনার আমতলীতে কাপড়ের রং মিশিয়ে নোংরা পরিবেশে বিস্কুট উৎপাদনের দায়ে বেকারি মালিকসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৮ মার্চ) বিকেলে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরীয়ত উল্লাহ এ আদেশ দেন।

এর আগে দুপুরে আমতলী পৌরসভার মিঠাবাজার এলাকায় অভিযান চালিয়ে খান ফ্রেস বেকারির ম্যানেজার মো. সোহেল মিয়া, নিউ বিসমিল্লাহ বেকারির ম্যানেজার মনির হোসেন ও রিয়াদ বেকারির মালিক রেজাউল করিমকে আটক করে নিয়মিত মামলা করা হয়।

এ বিষয়ে বরগুনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে নোংরা পরিবেশে বিস্কুট উৎপাদনের দায়ে তিনজনকে আটক করে বিশুদ্ধ খাদ্য আদালত। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

NAA
নুরুল আহাদ অনিক/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।